উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির - 2016

kaladanangimg10

সোসাইটির বহুমুখী কর্মধারাকে পশ্চাৎপদ সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে – এটাই আমাদের অঙ্গীকার । তাই আমরা বিগত 2012 সাল থেকে প্রত্যেক বৎসর গ্রামের প্রত্যন্ত এলাকার দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সংক্রান্ত উপকরণ, পুস্তক বিতরণ ও তৎসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করিয়া থাকি । এই সোসাইটি থেকে সাহায্য প্রাপ্ত অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করিয়া এখন তারা উচ্চ ডিগ্রি অর্জনের পথে অগ্রসর । এটাই আমাদের সোসাইটির স্বপ্ন । তাই আমাদের সঙ্কল্পকে মনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংগতি রেখে এ বছর - 2016, একটি উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করেছিলাম ।

দান করুন

সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে - এ পি জে আব্দুল কালাম

জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না - স্বামী বিবেকানন্দ