রক্তদান শিবির - 2016

kaladanangimg10
আরো দেখুন - শিক্ষাবর্ষ 2012 শিক্ষাবর্ষ 2013 শিক্ষাবর্ষ 2014 শিক্ষাবর্ষ 2015

আল্হামদুলিল্লাহ, সেবা ও সৎকর্ম ইসলামের অন্যতম বৈশিষ্ট । এই পথেই মানুষের চরিত্রে গড়ে ওঠে সামাজিকতা, মানবিকতা ও স্বার্থত্যাগের মতো কাঙ্ক্ষিত গুনাবলী । তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পথকে সর্বদাই আলোকিত করে রাখবে আমাদের এই সোসাইটি । সোসাইটির বহুমুখী কর্মধারাকে পশ্চাৎপদ সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে – এটাই আমাদের অঙ্গীকার । তাই আমরা বিগত 2012 সাল থেকে প্রত্যেক বৎসর গ্রামের প্রত্যন্ত এলাকার দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সংক্রান্ত উপকরণ, পুস্তক বিতরণ ও তৎসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করিয়া থাকি । এই সোসাইটি থেকে সাহায্য প্রাপ্ত অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করিয়া এখন তারা উচ্চ ডিগ্রি অর্জনের পথে অগ্রসর । এতাই আমাদের সোসাইটির স্বপ্ন । তাই আমাদের সঙ্কল্পকে মনে রেখে গত 24th জানুয়ারী 2016(রবিবার), একটি বার্ষিক অনুষ্ঠান ছাড়াও একটি স্বেছা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম ।

অনুষ্ঠান সূচী -
  • রক্তদান শিবির – সকাল 10 a.m. – 12.30 p.m.
  • সাংস্কৃতিক প্রতিযোগিতা – দুপুর 1 p.m. – 3 p.m.
  • অতিথিদের সংক্ষিপ্ত ভাষণ ।
  • দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক ও প্রাইজ বিতরণ ।
দান করুন

শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক সংস্থা

আমরা আশা, সহনশীলতা এবং সামাজিক সুবিচারের একটি বিশ্ব পেতে চেষ্টা করি, যেখানে দারিদ্রকে জয় করে সমস্ত মানুষ মর্যাদা ও নিরাপত্তা সহ বসবাস করবে

“তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন – শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না” – আল কোরাণ