সোসাইটির পরিচিতি

kaladanangimg1
নামকরণ :

610 খ্রীষ্টাব্দে হেরা পর্বতের গুহায় হজরত মুহাম্মদ (স্বঃ) এর উপর সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের প্রথম ‘অহী’, শিক্ষা বিষয়ক শব্দ ‘ইক্করা’ অর্থাৎ পড়ো । আল্লাহ রব্বুল আলামিন এই ‘ইক্করা’ শব্দের মাধ্যমে সর্বপ্রথম মানবজাতিকে শিক্ষা অর্জনের নির্দেশই দিয়েছেন । শিক্ষা না থাকলে মানুষের ইহকাল-পরকাল উভয় জগতই অন্ধকারে নিমজ্জিত হবে । মানবতার অগ্রদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ(স্বঃ) একই কথা বলেন – “শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ (আবশ্যিক)”। তাই সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ ও অসহায়দের শিক্ষার আঙিনায় নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করা আজ আমাদের আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে । এই চাহিদা পূরণের লক্ষ্যেই আমরা এই সোসাইটি গঠনে উদ্যোগী হয়েছি । ‘আল-ক্কিরাত’ অর্থাৎ পড়াশোনার মাধ্যমেই ছাত্রসমাজ সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করবে ইনশা আল্লাহ । পবিত্র কোরআনের বাণীর দিকে লক্ষ রেখে “কলাডাঙ্গা আল-ক্কিরাত চ্যারিটেবল সোসাইটি” নামকরণ ও গঠনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু ।

প্রতিষ্ঠা :

20th ডিসেম্বর, 2011 সাল । মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার ছয়ঘরী অঞ্চলের অন্তর্গত কলাডাঙ্গা গ্রামে এই সোসাইটি প্রতিষ্ঠা লাভ করে । উদ্দেশ্য : মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সন্তষ্টি অর্জনের মাধ্যমে মহান নবী(স্বঃ) এর আদর্শে সমাজ গড়ে তোলা ।

লক্ষ :
  • দুঃস্থ মেধাসম্পন্ন ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ সরবরাহ করা ।
  • শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য, সঠিক দিক নির্দেশনা ও সুপরামর্শ দেওয়া ।
  • বিভিন্ন সরকারী ও বেসরকারী স্টাপেণ্ড ও স্কলারশিপগুলি সম্পর্কে তথ্য সরবরাহ করা ।
তহবিল :

এই সোসাইটির আর্থিক উৎস হল – জনগণের ব্যক্তিগত দান, যাকাত, ফেতরা, ওসুর ও কোরবানীর চামড়ার টাকা ।

PROFILE

দান করুন

পশ্চিমবঙ্গ রেজিষ্ট্রেশন অ্যাক্ট XX VI, 1961 অনুযায়ী রেজিষ্ট্রিকৃত

রেজিষ্ট্রেশন নং – S/1L/97695 of 2012-2013

মুক্ত হস্তে দান করুন

“আপনাদের সাহায্যের হাত সোসাইটির সাফল্যের অন্যতম চাবিকাঠি”

“তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন – শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না” – আল কোরাণ

সোসাইটি সার্টিফিকেট

kaladanangimg1

সোসাইটি প্যানকার্ড

kaladanangimg1